অস্বাস্থ্যকর উপায়ে নিজের সাময়িক সময়ের সৌন্দর্য্য বাড়াতে গিয়ে বড় ধরণের বিপদ ডেকে আনছেন না তো?
আমরা প্রতিনিয়তই বুঝে না বুঝে নানান ধরণের ক্ষতিকর উপাদান নিজেদের ত্বকে ব্যবহার করে থাকি। যা কিনা হতে পারে বড় ধরনের ক্ষতির কারন।
তেমনই একটি উপাদান হলো হাইড্রোকুইনিন। হাইড্রোকুইনন এক ধরনের অ্যারোমেটিক অর্গানিক কমপাউন্ড। ডারমাটোলজিস্টদের মতে ‘হাইড্রোকুইনন থেকে মারাত্মক অ্যালার্জি হতে পারে। বহুদিন ধরে এটির নিয়মিত ব্যবহার ত্বকে নীল-ধূসর বর্ণচ্ছটা দেখা দিতে পারে, যার কোনো চিকিৎসা হয় না।’