একনির সমাধান করতে গিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছেন না তো ?
Share
লিখেছেন সুবাহ শবনম কৃষ্টি
একনি স্কিনকেয়ার প্রোডাক্টসে পাওয়া গেছে ক্যান্সারের উপাদান! হ্যাঁ, ঠিকই পড়ছেন। সম্প্রতি আমেরিকার একটি গবেষণায় উঠে এসেছে এই ভয়ংকর তথ্য। একনি দূর করতে স্কিন কেয়ার প্রোডাক্টসে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বেনজোইল পারঅক্সাইড (benzoyl peroxide). উচ্চ তাপমাত্রায় বেনজোইল পারঅক্সাইড থেকে তৈরি হয় উচ্চ মাত্রার বেনজিন, যা ক্যান্সার সৃষ্টিকারী একটি বিশেষ উপাদান।
(সূত্রঃ https://edition.cnn.com/2024/03/06/health/benzene-acne-products-valisure)
ইদানিং, স্কিন প্রবলেমগুলোর মধ্যে সবচেয়ে কমন কনসার্ন হলো একনি। একনি দূর করতে বাজারে রয়েছে অসংখ্য
স্কিনকেয়ার প্রোডাক্টস। একনি প্রবলেমকে টার্গেট করে স্কিনকেয়ার প্রোডাক্টস বাছাই করার ক্ষেত্রে আমরা প্রোডাক্টটিতে থাকা উপাদান নিয়ে আমরা কতটুকু কনসার্নড থাকি?
আজ, একনি দূর করতে স্কিনকেয়ার প্রোডাক্টসে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটির কথা আমরা জানবো। কিন্তু, তার আগে আমরা একনি সম্পর্কে কিছুটা জেনে নেই,
মূলত, আমাদের স্কিনের সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামের একধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়, যা ন্যাচারালি হয়ে থাকে। এই গ্রন্থিগুলো কোনোভাবে বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণ বাধাগ্রস্ত হয় এবং একনি তৈরি হয়।
হয়তো টিনএজে বা জীবনের কোনো না কোনো সময়ে আমরা একনি প্রবলেম ফেইস করেছি বা করে যাচ্ছি। কিন্তু অনেকেই আছেন যাদের একনির সমস্যাটি প্রায় সারা বছর ধরে চলতে থাকে। সাধারণত, যাদের স্কিন অয়েলি, তাদের একনি হওয়ার প্রবণতা বেশি।
একনি প্রবলেমকে টার্গেট করে বাজারে রয়েছে ফেসওয়াশ, ক্লিনজার, ময়েশ্চারাইজারের মতো অসংখ্য স্কিনকেয়ার প্রোডাক্টস। শুধুমাত্র, একনি প্রবলেমকে টার্গেট করে ফেসওয়াশ, ক্লিনজার, ময়েশ্চারাইজার রেগুলার ইউজ করলেও আমরা খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ মিস করে যাই, সেটি হলো একনি সেরাম।
এখন, আমরা জানবো, একনি সেরাম কী?
একনি সেরাম হলো একটি হাই কনসেনট্রেটেড ফর্মূলেশন যাতে স্কিনের একনি প্রবলেমকে টার্গেট করে প্রয়োজনীয় উপাদানগুলো থাকে।
একনি সেরাম কেন প্রয়োজনীয়?
- একনি সেরাম খুব লাইট ওয়েট হওয়ায় স্কিনে খুব দ্রুত মিলিয়ে যায়
- ভিতর থেকে স্কিনকে এক্সফোলিয়েট করে
- প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস স্কিনের গভীরে সহজেই পৌঁছে দেয়
-স্কিনে সরাসরি কাজ করে বলে রেজাল্টও হয় দারুণ।
একনি দূর করতে সবচেয়ে বেশি পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট হলো স্যালিসাইলিক অ্যাসিড। আমাদের ব্যবহার করা অনেক ক্লিনজার, ময়েশ্চারাইজার, ফেসওয়াশে স্যালিসাইলিক অ্যাসিড থাকে। স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত অন্যান্য স্কিনকেয়ার প্রোডাক্টসের পাশাপাশি স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত সেরাম ব্যবহার করাও খুব জরুরি।
সেরামে থাকা স্যালিসাইলিক অ্যাসিডের কাজঃ
একনি দূর করতে স্কিনকেয়ার রুটিনে রাখুন স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সেরাম। স্যালিসাইলিক অ্যাসিড স্কিনের গভীর স্তরে পৌঁছে স্কিনকে এক্সফোলিয়েট করে এবং পোরসগুলোকে ক্লিন রাখে। ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে স্যালিসাইলিক অ্যাসিড বিশেষভাবে কার্যকরী। এছাড়াও, পোরস আনক্লগড করে ডেডস্কিন সেল দূর করতেও বেশ কার্যকর ভূমিকা রাখে। চলুন, এখন সেরামে থাকা স্যালিসাইলিক অ্যাসিডের কাজ সম্পর্কে আরো কিছু জানি,
১। আমাদের স্কিনে থাকা ডেডসেলগুলো অতিরিক্ত সেবামের সাথে একত্রে তৈরি করে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস। স্যালিসাইলিক অ্যাসিড স্কিনে কেরাটোলাইটিক এজেন্ট (keratolytic agent) হিসেবে কাজ করে যা আমাদের স্কিনের কেরাটিন লেয়ারটাকে ভেদ করে ভিতরে ঢুকে যায় এবং ডেড সেলগুলো ডিসল্ভ করে ফেলে। এতে যেটা হয়, ডেড সেলগুলো সহজেই এক্সফোলিয়েট হয়ে যায় এবং স্কিন সফট থাকে।
২। স্কিনে জমে থাকা ধুলোময়লা, মেকআপ পোরসগুলোকে ক্লগ করে রাখে। স্যালিসাইলিক অ্যাসিড পোরসগুলোকে আনক্লগড করতে সাহায্য করে।
৩। স্যালিসাইলিক অ্যাসিড একটি বিটা হাইড্রক্সি অ্যাসিড (BHA)। ফলে, এটি আমাদের স্কিনের লিপিড লেয়ারের ভেতরে প্রবেশ করে অতিরিক্ত সেবাম প্রোডাকশন কমিয়ে দেয়। এতে করে, স্কিনের অয়েলিভাব কমে যায় এবং ডিপলি ক্লিন থাকে।
৪। আগেই বলেছি, এটি স্কিনের পোরস থেকে ধুলোময়লা ও পল্যুশন দূর করে পোরসগুলোকে ক্লিন রাখে। পোরস ক্লিন থাকার ফলে একনি হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকার জন্য সিস্টিক একনি কমাতেও সাহায্য করে।
৫। একনি থেকে হওয়া রেডনেস ও ব্যথা দূর করতেও দারুণভাবে কাজ করে স্যালিসাইলিক অ্যাসিড।
এইতো! জেনে নিলেন স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ একনি সেরাম নিয়ে খুঁটিনাটি। আমার স্কিন টাইপ একনি-প্রণ হওয়ায় আমি প্রতিদিন ব্যবহার করছি স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ 𝗗𝗲𝗿𝗺𝗮𝗺𝗮𝘁𝗲 𝗙𝗮𝗰𝗲 𝗦𝗲𝗿𝘂𝗺.
এই সেরামটি ব্যবহার করে আমি বেশ কিছু উপকার পেয়েছি এবং শেষ হয়ে গেলে আমি আবারও অর্ডার করবো।! আশা করছি, আপনারা যারা একনি সেরাম সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদের জন্যে এই আর্টিকেলটি উপকারে আসবে। একনি দূর করুন মাত্র একটি সিরাম ব্যবহার করে! 𝗗𝗲𝗿𝗺𝗮𝗺𝗮𝘁𝗲 𝗙𝗮𝗰𝗲 𝗦𝗲𝗿𝘂𝗺 টি অর্ডার করতে চাইলে My Aura থেকে নিতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন।